Blues,Classical,Country,Electronic,Jazz,Latin,Metal,Pop,Rap,Reggae,R&B & Rock Music and lyrics store
Friday, May 30, 2014
Shironamhin-bus-stopage-বাস-স্টপেজ/lyrics
শিরোনামঃ বাস স্টপেজ
কথাঃ জিয়া
কন্ঠঃ তুহীন
সুরঃ জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা
নার্সারি ছাড়িয়ে, চৌরাস্তার মোড়ে
বাস স্টপেজ…… ফুলস্টপ হয়ে দাঁড়িয়ে
বুকে জমা পোষ্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন
বখাটে কারো সেল নাম্বার- বিজ্ঞাপন হয়ে বিব্রত
কড়া পারফিউম অযথা সুবাস বাতাসে
ক্লান্তিহীন ছুটছে কিছু বিরতিহীন বাস
চকচকে পিচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে
সন্ধানী হকার খুঁজে বেড়ায় গাড়ীযাত্রী কোনো হাসিমুখ
এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে
কিছু স্বপ্ন বিক্রি করে যারা
জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।
কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস
বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মিরপুর যাবে বিরতিহীন
বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা “তোমায় ভালবাসি”
চাক্ষুস সাক্ষী রাস্তার মোড়ে, নার্সারি ছারিয়ে একটু দূরে
বিজ্ঞাপন হয় এক্স সুন্দরী
বাস স্টপেজে আসে ইচ্ছে ঘুড়ি
বিক্রি হয় কতো কমিক কমিক সিরিজ
উদাস বিজ্ঞাপনে কাঁটে পণ্য রিলিজ
এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে
কিছু স্বপ্ন বিক্রি করে যারা
জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।।
Bus Stoppage
lyric and tune: Zia
S H I R O N A M H I N
Album- Bondho Janala
Nursery chariye, chowrastar more
Bus Stoppage full stop hoye dariye
buuke joma poster, art gallery'r moto udashin
Bokhate karo cell number
Biggapon hoye bibroto
Kora parfume, ojotha subash batashe
Klantihin chutche kichu birotihin haash
Chokchoke pitche beroshik brishty naam likhe geche
Shondhani hawker khunje beray
Gaari-jatri kono hashimukh
Ei shondhay..rastay..dariye ache
Kichu shopni bikri kore jaara
Janlo na kichutey
Jhulche akash vorti taara
Kishorir haate phooler subash
Chuye dite chay chokchoke glash
Brishtyr chante veja polythene
Mirpur fire jabe birotihin
Biborno thote signboard-e hashi
Bolche 'Premika,tomay bhalobashi'
Chakkhush shakkhi raastar more
Nursery chariye ektu duure
Biggapon hoy ex shundori
Bus stoppag-e ashe ichche ghuri
Bikri hoy koto comics series
Ei shondhay....raastay... akash bhora taara
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment