Friday, May 30, 2014

icche-ghuri-ইচ্ছে-ঘুড়ি-lyrics from shironamhin

শিরোনামঃ ইচ্ছে ঘুড়ি
কথাঃ জিয়া
সুরঃ জিয়া
কন্ঠঃ তুহীন
অ্যালবামঃ ইচ্ছে ঘুড়ি
ব্যান্ডঃ শিরোনামহীন


এই হাওয়ায় ওড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি
চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি
সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রঙ গোলাপী হলে
দিগন্ত রেখায় সূর্য নামে, ব্যস্ত সময় যাচ্ছে চলে।
হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি
ওড়াও ওড়াও সুতোর টানে,
আকাশের নীল যাচ্ছে চুরি।

শুভ্র সেই মেঘের ভীড়ে, তোমার সব ইচ্ছে ওড়ে।
আকাশ খেয়ালী মনে, হারায় কিছুই না জেনে।
তোমার সুতোয় বাঁধা আকাশ,
ঝড়ো হাওয়ায় রঙ হারালে
নির্বাক। ইচ্ছে। আচমকা। দিশেহারা……

এই আলোয় হাঁটছো একা, সঙ্গী কর আমায় তুমি।
বেয়াড়া যত মেঘের ছায়া, করছে চুরি স্বপ্নভূমি
নীলের আকাশ গোলাপী হলে, ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে
সূতোর বাঁধা ছাড়িয়ে আকাশ, অন্য ভূবন দেখবে বলে।
হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
ভাঙছে তোমার মেঘলা রেখা
ওড়াও ওড়াও সুতোর টানে,
আকাশ আবার হবে যে দেখা ।
stentertainments.blogspot.com

Ichche ghuri
lyric & tune: zia

Ei haway orao tumi,
Tomar joto ichhe ghuri
Chupi chupi megher mela,
Tomar akash korche churi
Shurjo boshao akasher neel,
Ichher rong golapi hole
Digonto rekhay shurjo naame,
Besto shomoy jachhe chole.
Hotat kheyali a jhoro haway,
Urche tomar ichhe ghuri

Orao orao shutor taane,
Akasher neel jachhe churi.
Shuvro shei megher bhire,
Tumar shob ichhe ore.
Akash kheyali mone,
Haray kichui na jene.
Tomar shutoy bandha akash,
Jhoro haway taar rong harale
Nirbak. Ichhe. Achomka. Dishehara...

Ei aloy hatcho eka,
Shongi koro amay tumi.
Beyara joto megher chaya,
Korche churi shpno bhumi

Neeler akash golapi hole,
Ichhe ghuri jachhe chole
Shutor bandha chariye akash,
Onno bhubon dekhbe bole.
Hotat kheyali a jhoro haway,
bhangche tomar meghla rekha
Orao orao shutor taane,
Akash abar hobe (je) dekha.

No comments:

Post a Comment