Onek Asha Niye by Shironamhin
Album: Icche Ghuri
Onek shobujer prante tumi thako ekaki
Ami dhushor dhushor hoye
jege thaki Onek manusher bhireo
tumi thako ekaki
Ami onek asha niye boshe thaki
Onek shobujer prante
শিরোনামঃ অনেক আশা নিয়ে
কথাঃ জিয়া
সুরঃ জিয়া
অ্যালবামঃ ইচ্ছে ঘুড়ি
অনেক সবুজের প্রান্তে তুমি থাকো একাকী
আমি ধূসর, ধূসর হয়ে জেগে থাকি।
অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী
আমি অনেক আশা নিয়ে বসে থাকি।
হেরে যেতে যেতে যদি থমকে,
এক নিঃশ্বাসে সব পেরিয়ে
রোদ ঝলমলে এক দুপুরে,
যদি ঘুম সব ঘুম ভেঙে যায়
আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।
দরজার বাইরে রঙীন পৃথিবী,
ধূলো ধূলোমাখা দাঁড়িয়ে আছে
ঝড়ের আশায় তোমার শহরে,
শিরোনামহীন ফুটপাত ঘুমিয়ে গেছে।
একদিন এই ঝড়, তোমার এই শহরে,
ভেজায় যায় সব জানালা তবু আমি বসে আছি।
অনেক মানুষের ভীড়েও তুমি থাকো একাকী।
আমি অনেক আশা নিয়ে জেগে থাকি।
No comments:
Post a Comment