শিরোনামঃ বাংলাদেশ
কথাঃ শাফিন/জিয়া
কন্ঠঃ তুহীন
সুরঃ শাফিন/জিয়া
ব্যান্ডঃ শিরোনামহীন
অ্যালবামঃ বন্ধ জানালা
যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম,
যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম,
যখন গান এখানেই শুধু শরতের রং এ হয় শেষ,
সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ
মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে
খুঁজে ফেরে বাংলাদেশ
যেখানে লাল সূর্যের রংয়ে রাজপথে মিছিল
যেখানে কুয়াশার চাঁদর আকাশ থাকে নীল
যেখানে রিমঝিম বৃষ্টি শুকনো মাটির টানে
অবিরাম ঝড়ে সবুজ সাজায়
মেঘে মেঘে, কিছু ভেজা পাখির দল
মেঘ হারিয়ে, নীল ছাড়িয়ে
খুঁজে ফেরে বাংলাদেশ
যখন এক চোখে ঘুম ঘুম, এক চোখে নীল রাত
আমায় ভাবিয়ে যায়
যখন এক হাতে রোদ্দুর এক হাতে গোলাপ
সবুজ ছুঁয়ে ভাবায় আমায়
একদিকে নীল নীল, এক দিকে কাঁশফুল,
দুচোখ যেখানে শেষ
এক প্রান্তে সবুজ,
এক প্রান্তে লাল
আমার বাংলাদেশ
Bangladesh Lyrics By Shironamhin
Album: Shironamhin Rabindranath(2010)
Jokhon kishorir haat e shutoy bona shobuj gram
Jokhon rong tuli te aka banglar mukh obirum
Jokhon gaan ekhanei shudhu shoroter rong e hoy shesh
Shei shubhro kashful ghire dekhe jai shobujer desh
Meghe, meghe kichu vega pakhir dol
Megh hariye, neel chariye, khuje fire bangladesh
Jekhane lal shurjer rong er raajpothe michil
Jekhane quashar chador akash thake neel
Jekhane neel rimjhim brishti shukno matir taan e
Obirum jhore shobuj shajay
Jokhon ek chokh e ghum ghum, ek chokhe neel raat
Amay bhabiye jay
Jokhon ek haat e roddur ek haat e golap
Shobuj chuye bhabay amay
Ek dike neel neel, ek dike kash ful , du’chokh jekhane shesh
Ek prante shobuj, ek prante lal
Amar bangladesh
No comments:
Post a Comment