কথা:জিয়া
সুর: তুষার/জিয়া
পড়ন্ত বিকেল ক্যাফেটেরিয়া
উঁকি দিয়ে দেখি,
এক কাপ চা, গরম তৃষ্ণায়
অজস্র এলোমেলো শব্দের ভীড়ে
তোমার শীতল চোখ ভিজিয়ে যায় আমায়।
যেখানে তোমার ঠোঁট ভালবাসা
আমি বুড়ো কবিতার মত চুপচাপ।
যেখানে তোমার চোখ খুনী
আমি খুন হই...... প্রতিদিন।
Cafeteria Lyrics By Shironamhin
Album: Icche Ghuri
Poronto bikel cafeteria
gia dekhiee
ek cup chaa, porom trishna hayy
ojosro elo-melo shopner bhire
tomar shitol chokh
bijiey jay amay
jekhane tomar thot bhalobasha
ami buro kobitar moto chup-chap
jekhane tomar chokh khuni
ami khun hoi
protidinn
No comments:
Post a Comment